Skip to main content

Posts

Showing posts from March, 2022

তাপমাত্রা বাড়বে এপ্রিলে

  তাপমাত্রা বাড়বে এপ্রিলে  অনলাইন ডেস্ক প্রতীকী ছবি বৃষ্টিতে সৃষ্টি হওয়া ভ্যাপসা গরমের মাঝেই বাড়বে তাপমাত্রা। ফলে এপ্রিলে বাড়তে পারে ভোগান্তি। আবহাওয়া অফিস বৃহস্পতিবার (৩১ মার্চ) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার (২ এপ্রিল) নাগাদ আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা বাড়বে। বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 

চট্টগ্রামে ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তি

চট্টগ্রামে ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তি সহসাই সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের  সাইদুল ইসলাম, চট্টগ্রাম ফাইল ছবি ট্রেন যাত্রীদের ভোগান্তি-বিশৃঙ্খলা এবং দীর্ঘ লাইনের মধ্য দিয়েই শুরু হয়েছে রেলওয়ের টিকিটিং ব্যবস্থার নতুন অ্যাপসের যাত্রা। নতুন এই অ্যাপসের (সহজ) মাধ্যমে গতকাল সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া সুবর্ণা, গোধূলী, সোনার বাংলা, তুর্ণানিশিথাসহ বিভিন্ন ট্রেনের টিকিট কিনতে দুপুর থেকেই যাত্রীরা লাইনে ছিলেন। এরই মধ্যে অনেকেই লাইন ভেঙে যাওয়ার ভয়ে সময়মতো দুপুরের খাবারও খেতে পারেননি। তবে টিকিটিং অ্যাপস ‘সহজ’র এই নতুন সিস্টেমের কাছে অসহায় রেল প্রশাসন। চট্টগ্রামের টিকিটের তদারকির দায়িত্বে থাকা নতুন ডিসিও ইতি ধর বুঝে উঠতে কষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন। এসব দেখে রমজানে টিকিটের কি অবস্থা হবে, আদৌ সুষ্ঠুভাবে পরিচালনা হবে কি না সেই প্রশ্ন রেল সংশ্লিষ্টদের। তবে  সবমিলিয়ে বিশৃঙ্খলা ও ভোগান্তির মধ্যেই টিকিট বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ট্রেনের সাধারণ যাত্রীরা। বাসু নামের একজন যাত্রী বলেন, দুপুর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে ফেরত এসেছি। অনলাইনেও টিকিট নিতে অনেক কষ্ট। নতুন সিস্টেমে কাজ হচ্ছে শুন...

ইতালির বিদায়ে ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ

  ইতালির বিদায়ে ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ  অনলাইন ডেস্ক বাছাই পর্বেই শেষ হয়ে গেছে ইউরো চ‍্যাম্পিয়নদের কাতার বিশ্বকাপ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই আসরে খেলা হবে না ইতালির। নর্থ মেসিডোনিয়ার কাছে ইতালির হার এবং টানা দ্বিতীয়বার বিশ্বকাপে খেলতে না পারার হতাশায় ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ রবার্তো মানচিনি। ঘরের মাঠে ৬০টি বিশ্বকাপ বাছাই খেলে প্রথম হারে প্লে অফের সেমিফাইনালেই ছিটকে গেলে ইউরোপ চ্যাম্পিয়নরা। একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে আলেক্সান্দার ত্রাজকোভস্কি বক্সের বাইরে থেকে তাদের জাল কাঁপান। এমন অপ্রত্যাশিত হার মেনে নিতে পারছেন না মানচিনি। ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে ইউরো জয়ী কোচ বললেন, ‘দেখা যাক কী হয়। আমি মনে করি ভবিষ্যৎ নিয়ে কথা বলার মতো অবস্থায় আমরা কেউ নেই। আমি কী বলব জানি না।’ গত জুলাইয়ে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ইউরো জিতেছিল ইতালি। এক বছর না হতেই এমন হতাশাজনক পরিণতি। মানচিনি বললেন, ‘গত মৌসুম ছিল আনন্দে ভরা। এখন দেখলাম চরম হতাশা। অন্য ব্যাপারগুলো নিয়ে ভাবা এখন সহজ নয়। আমি আমার ছেলেদের জন্য খুব দুঃখিত। গত জুলাইয়ের তুলনায় আজকে...

গণহত্যার জন্য ক্ষমা না চাওয়ায় পাকিস্তানের লজ্জা পাওয়া উচিৎ: পররাষ্ট্রমন্ত্রী

গণহত্যার জন্য ক্ষমা না চাওয়ায় পাকিস্তানের লজ্জা পাওয়া উচিৎ: পররাষ্ট্রমন্ত্রী  অনলাইন ডেস্ক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য এখনো পাকিস্তানের ক্ষমা না চাওয়া দুঃখজনক। এই ঘটনায় ক্ষমা না চাওয়ায় পাকিস্তানের লজ্জা পাওয়া উচিৎ। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, পাকিস্তান এখনো ক্ষমা না চাইলেও সেখানের তরুণ প্রজন্ম এটা চাইতে পারেন। তবে গণহত্যার জন্য ক্ষমা না চাওয়া অগ্রহণযোগ্য।

ঢাকা থেকে দার্জিলিং : মিতালি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ভাড়া

  প্রচ্ছদ ট্যুরিজম ঢাকা থেকে দার্জিলিং : মিতালি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও ভাড়া ট্যুরিজম ডেস্ক ২০ মার্চ ২০২২, ০১:৪৩ পিএম ঢাকা থেকে দার্জিলিং ভ্রমণ খরচ নিয়ে চিন্তিত? ঢাকা থেকে দার্জিলিং ভ্রমণ অল্প খরচে সেরে আসুন। খুব শিগগিরই ঢাকা ক্যান্টনমেন্ট (বাংলাদেশ) - নিউ জলপাইগুড়ি (ভারত) এর মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস চালু হচ্ছে। আর এই ট্রেনে করেই আপনি ঢাকা থেকে সহজে ও স্বল্প খরচে দার্জিলিং ঘুরে আসতে পারেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে দীর্ঘ ২৫ মাস পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম দিকে ঢাকা-কলকাতা ট্রেন চলবে। তবে সম্প্রতি আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।  আরও পড়ুন :  ঢাকা থেকে কলকাতা ট্রেনের সময়সূচি ও ভাড়া ঢাকা ক্যান্টনমেন্ট - নিউ জলপাইগুড়ি ট্রেনের সময়সূচি সপ্তাহে চারদিন চলাচল করবে ট্রেনটি। নিউজলপাইগুড়ি (ভারত) থেকে মিতালী এক্সপ্রেস ছাড়বে প্রতি রবিবার ও বুধবার। অন্যদিকে ক্যান্টনমেন্ট ( বাংলাদেশ) থেকে ছাড়বে প্রতি সোমবার ও বৃহস্পতিবার। মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ও ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়...

১৫ পদ্মা সেতু করার মতো টাকা পড়ে আছে ‘বেকার’!

  ১৫ পদ্মা সেতু করার মতো টাকা পড়ে আছে ‘বেকার’! by  নিজস্ব প্রতিবেদক Published: 20 March 2022 Last Updated: 20 March 2022 বাংলাদেশকে প্রতিশ্রুতি দেওয়া বিদেশি ঋণসহায়তার ৪ লাখ ৫২ হাজার কোটি টাকা বেকার পড়ে আছে। যা দিয়ে পদ্মা সেতুর সমান দৈর্ঘ্যের আরো অন্তত ১৫টি সেতু তৈরি করা সম্ভব। গত মাসে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইআরডির ‘ফ্লো অব এক্সটারনাল রিসোর্স’ প্রতিবেদন বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। পদ্মা সেতু-বাংলাদেশ ও জাপান আজ রোববার প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, স্বাধীনতার পর থেকে গেলো অর্থবছর (২০২০-২১) পর্যন্ত উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুত ৫ হাজার ৩৪ কোটি ডলার অলস পড়ে আছে। ছাড়ের অপেক্ষায় থাকা এই অর্থ দেশি মুদ্রায় ৪ লাখ ৫৩ হাজার কোটি টাকার সমান। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, অব্যবহৃত এই বিপুল পরিমাণ অর্থ পেতে নানা সময়ে সংশ্লিষ্ট দেশ ও সংস্থার সঙ্গে ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। তারপরও প্রতিশ্রুত অর্থের পুরোটা ছাড় করা যায়নি। এ জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের টাকা খরচ করতে না পারার বিষয়টিকে দায়ী করা হয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ...

শৈলকুপায় শিশুকে কুপিয়ে আহত

শৈলকুপায় শিশুকে কুপিয়ে আহত  ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় শিশু দিবসে আবীর শেখ (১০) নামে এক শিশুকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বগুড়া ইউনিয়নে এ ঘটনায় ঘটে। আহত শিশু বারইহুদা গ্রামের দর্জি মুছা শেখের ছেলে। শিশুটির পিতা মুছা শেখ জানান, প্রতিবেশী লুৎফর শেখের সাথে আমার সামাজিক দ্বন্দ্ব চলে আসছিল। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে আমার শিশু ছেলে আবির শেখ বাড়ির পাশের বিদ্যালয়ের মাঠে অন্য শিশুদের সাথে খেলা করছিল। সেসময় তুচ্ছ ঘটনা নিয়ে ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে আমার শিশুটিকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে সবুজ বিশ্বাস। ওই সময় আতঙ্কিত হয়ে অন্য শিশুরা দিকদিক ছুটাছুটি শুরু করে। পরে টের ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অন্নতি হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করে। মুছা শেখ অভিযোগ আরও জানান, আমরা বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিশ্বাসের সমর্থক। বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের সমর্থক আবু, টিটো, সাকেন, হায়দুল আমাকে প্রায় সময় মারার হুমকি দিয়ে আসছিল। এর আগেও আম...

রাজশাহীতে বিএনপির সমাবেশে যুবদলের মারামারি

রাজশাহীতে বিএনপির সমাবেশে যুবদলের মারামারি   নিজস্ব প্রতিবেদক, রাজশাহী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে যুবদলের কয়েকটি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চে বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সময় যুবদলের কয়েকটি গ্রুপ দফায় দফায় নিজেরদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা চেষ্টা করেও সমাবেশে ফেরাতে পারেননি তাদের। সংঘর্ষের ফলে বক্তব্য বন্ধ করে তাদের থামাতে মঞ্চ থেকে নেমে আসেন নেতারা। এক পর্যায়ে যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসান মাইকে বলেন, ‘যুবদলের নেতারা থামো। তোমরা যা করছো তা আমি অবলোকন করছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী একজনকেও ছাড় দেওয়া হবে না।’ এরপরও যুবদলের নেতারা শান্ত হননি। এক পর্যায়ে যুবদলের অনেক নেতাকে সমাবেশস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।  মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোস...