আওয়ামী লীগের উল্টো বলাই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, ‘বিএনপি সব সময়ই আওয়ামী লীগ যা বলে, তারা উল্টো বলে। এটা তাদের একটা ধর্ম। এটাই হলো তাদের রাজনীতি। এর আগেও তার কয়েকবার বলেছে নির্বাচনে আসবে না। পরে দেখা গেছে তারা সবার আগে নির্বাচনে এসেছে। এবারও তার বলছে নির্বাচনে আসবে না। সার্চ কমিটিতে নাম দেবে না। কিন্তু কে নাম দিল কিংবা দিল না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। নির্দিষ্ট সময়ে সংবিধান মোতাবেক বাংলাদেশে ইনশাআল্লাহ নির্বাচন হবে।’
আজ শনিবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে উপজেলার মোহনপুরে নিজ বাসভবনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
Comments
Post a Comment