Skip to main content

কর্ণাটকে মুসলিম শিক্ষার্থীদের আন্দোলনে রাবি শিক্ষার্থীদের সংহতি

 

কর্ণাটকে মুসলিম শিক্ষার্থীদের আন্দোলনে রাবি শিক্ষার্থীদের সংহতি

রাবি প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২২ ০১:৩৪ পিএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ০২:০৩ পিএম
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : আমাদের সময়
advertisement

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে হিজাব পরিহিতা মুসলিম নারীকে হেনস্তার প্রতিবাদে সৃষ্ট আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এক মৌন মানববন্ধন কর্মসূচি পালন করে সংহতি জানান তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ধর্মের নামে বাড়াবাড়ি, আমরা যেন না করি’; ‘মুসলিমদের অনুভূতিতে আঘাত বন্ধ হোক’; ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’; ‘হিজাব ইস আওয়ার আইডেন্টিটি’, ‘হিজাব ইস আওয়ার প্রাইড’, ‘হিজাব ইজ মাই চয়েস’; 'শিক্ষাঙ্গনে মেয়েদের হিজাবের জন্য অপদস্ত করা বন্ধ হোক’; ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ফারহানা বলেন, ‘ইসলাম ধর্মে হিজাব একটি ফরজ বিধান। যে কোন পোশাক পরা ও পছন্দ করা ব্যক্তিগত অধিকার। ভারতসহ পৃথিবীর সবখানে যেনো আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কেউ যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো রকম কাজ না করে সেটাই আমাদের কাম্য।’

ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারদিন অন্তর বলেন, ‘আমরা মনে করি পৃথিবীতে যত সংখ্যালঘু আছে তারা সংখ্যাগুরুর কাছে আমানত হিসেবে যে যে ধর্মই পালন করুক, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান হোক, কেউ ধর্মীয় অনুভূতি পোশাক পরিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করব না। আমরা চাই সবাই মিলে পৃথিবীটাকে শান্তিময় করতে।’

উল্লেখ্য, গত মাসে ভারতের উদিপি জেলায় এক সরকারি কলেজে ছয় মুসলিম ছাত্রী অভিযোগ করেন, হিজাব পরে তাদের ক্লাসে ঢুকতে নিষেধ করা হয়েছে। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদিপি ও অন্যান্য জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ নিয়ে মামলাও হয় হাইকোর্টে। যা নিয়ে সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো ভারতে।


Comments