Skip to main content

পদত্যাগ করলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স

 

পদত্যাগ করলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স

 অনলাইন ডেস্ক

পদত্যাগ করলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করেছেন। ফলে তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সফরে থাকছেন না। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘আমরা কিছুক্ষণ আগে তার পদত্যাগের ইমেইল পেয়েছি। আলোচনার মাধ্যমে বোর্ড এখন তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

এর আগে গত বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন অ্যাশওয়েল প্রিন্স । বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

Comments