গাজীপুরের কালিয়াকৈরে এক টেইলার্স ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। পরে তার মুক্তি পেতে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। অপহরণের তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো অপহৃতকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় অপহৃতের স্ত্রী সুলতানা ওরফে কল্পনা বাদী হয়ে শনিবার বিকেলে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অপহৃত হলেন- কুড়িগ্রামের উলিপুর থানার বামনীরপাড় গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে হাফিজুর রহমান (৪৫)। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর ডিমল্যান্ড বালুর মাঠ এলাকার ভাড়াটিয়া।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকবর আলী খান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Comments
Post a Comment