মেয়েদের টেনিসে এক সময় অপ্রতিরোধ্য ছিলেন তিনি। গ্র্যান্ড স্লাম হোক আর এটিপি টুর্নামেন্ট- সেরেনা উইলিয়ামসকে আটকাবে এমন কাউকে পাওয়া যায়নি টানা এক যুগ ধরে। ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। সেই সেরেনাই গত মৌসুম থেকে সেভাবে খেলতে পারছেন না। চোটের কারণে গত বছর উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর আর কোর্টে নামেননি। সেই সেরেনা জানিয়ে দিলেন, অবসরের পরিকল্পনা তিনি ১০ বছর আগেই করে ফেলেছেন। খুব দ্রুতই হয়তো ঘোষণা দেবেন।
সেরেনা বলেন, আমি আবার ট্রেনিংয়ে ফিরেছি। আশা করছি ধীরে ধীরে ফিট হয়ে উঠতে পারব। আমার শরীর ও মাসল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তৈরি হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আর এপরই তিনি জানালেন, ১০ বছর আগেই অবসরের পরিকল্পনা করে রেখেছেন।
তিনি বলেন, ওই দিনটা যে একদিন আসবে, আমি খুব ভালো করেই জানি। আর তাই ওই দিনটার জন্য আমি তৈরি হয়ে রয়েছি। বলতে পারেন, ১০ বছর ধরে তৈরি হয়ে রয়েছি। যদি আমার বাবাকে নিয়ে তৈরি বায়োপিক কিং রিচার্ড দেখেন, তা হলে আরও বুঝতে পারবেন যে, বাবা সব সময় কিন্তু তৈরি থাকতে বলে। সেই মতো আমি তৈরি হয়ে রয়েছি। আমার মনে হয়, এই পরিকল্পনা থাকাটা সবচেয়ে জরুরি।টেনিস ছাড়ার পর কী করবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি সেরা মা হতে চাই। আর নিশ্চিত ভাবেই আরও বেশি সন্তান চাই। সব কিছুর সঙ্গে একটা ব্যালান্স তৈরি করতে পারাটা বড় ব্যাপার। এটা ভুললে চলবে না, আমি এক দিকে মা, অন্য দিকে স্ত্রী। আগামী দিনেও তাই থাকব। এ সবের মধ্যেই পুরোপুরি চলে যাব। কোর্ট থেকে সে দিন বিদায় নেব, যে দিন আর কোনও চাপ অনুভব করব না।
Comments
Post a Comment