Skip to main content

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ আট দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন

 

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ আট দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন

 নিজস্ব প্রতিবেদক

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ আট দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ আট দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। আজ একযোগে দেশের ৬৪ জেলায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানবববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। 

শিক্ষকদের অন্য দাবির মধ্যে রয়েছে- এফিলিয়েশনপ্রাপ্ত সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করা; শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের অবিলম্বে প্রত্যাহার করা, আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাস্তবায়ন, সরকারি অনুরূপ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রণোদনা বা বিশেষ বৃত্তি, অনুদানের ব্যবস্থা গ্রহণ। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষাবান্ধব ও স্বচ্ছ ইমেজ সম্পন্ন ব্যক্তিদের নিয়োগদান করা রয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যাপক সাজিদুল ইসলাম, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম প্রমুখ।  

মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন। 

Comments