Skip to main content

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

 

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

 চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়ায় তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মো. জিহানুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতব্বর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জিহান একই এলাকার নেজাম উদ্দিনের ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিলেন। নিহত শিশুর বাবা নেজাম উদ্দিন বলেন, সকালে যাঁতি দিয়ে বিদ্যুতের তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার ছেলে জিহান মারা গেছে। 

স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Comments