Skip to main content

ফ্রান্সে ভবনে বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

 

ফ্রান্সে ভবনে বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

 ফ্রান্স প্রতিনিধি :

ফ্রান্সে ভবনে বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

ফ্রান্সের একটি ভবনে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অ্যান্ডোরা এবং স্পেন সীমান্ত লাগোয়া পিরেনিজের সেইন্ট-লরেন্ট-দে-লা-সালানক শহরে ঘটেছে।

বিস্ফোরণে পাশের অন্যান্য ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ভবন থেকে অন্তত ২৫ জনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, একটি দ্বিতল ভবনের নীচ তলার মুদিপণ্য এবং স্যান্ডউইচের দোকানে বিস্ফোরণ ঘটেছে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড বলেছেন, পিরেনিজে অগ্নিকাণ্ডের পর এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আমি দুর্ঘটানাস্থলে যাওয়ার জন্য মন্টপেলিয়ারে সফর সংক্ষিপ্ত করেছি। এই ঘটনায় ভুক্তভোগী এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Comments