Skip to main content

পরীক্ষায় ‘গণহারে ফেল’ দেখানোর প্রতিবাদে মানববন্ধন

 

পরীক্ষায় ‘গণহারে ফেল’ দেখানোর প্রতিবাদে মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পরীক্ষায় ‘গণহারে ফেল’ দেখানোর প্রতিবাদে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ‘প্রিলিমিনারি-টু-মাস্টার্স’ পরীক্ষায় শিক্ষার্থীদের গণহারে অকৃতকার্য দেখানোর প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। করোনাকালীন সীমিত সিলেবাসে ২০১৭-১৮ সেশনের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অনেকেই ফেল করেন। 

এর প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা এক মাসের মধ্যে অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দেওয়াসহ শেষ বর্ষে ভর্তির সুযোগ চান। 

মানববন্ধন চলাকালে তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি-টু-মাস্টার্স ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের ২০২১ সালের সেপ্টেম্বরে সীমিত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ১ তারিখে এর ফলাফল প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৭টি বিভাগে পরীক্ষা দিয়েছিল ৬০ হাজার ৬৩ জন শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছেন ২৭ হাজার ৩৬০ জন। 

তারা জানান, রাজশাহী কলেজের ৮ বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল ১ হাজার ৪৫৯ জন। তার মধ্যে পাস করেছেন মাত্র ১৯৯ জন। গণহারে এই ফেল শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না। এই ফলাফল অবিশ্বাস্য। তারা বলছেন, দুই বছর করোনা পরিস্থিতিসহ তারা চার বছরের সেশন জটে পড়েছেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. সুইট, আফসানা আক্তার, মো. সুমন, হেলাল উদ্দিন, প্রদীপ কুমার, আল আমীন, আসিফা খাতুনসহ প্রমুখ।

Comments