Skip to main content

নতুন আরও ১৪ পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা ফ্রান্সের

 

নতুন আরও ১৪ পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা ফ্রান্সের

 ফ্রান্স প্রতিনিধি

নতুন আরও ১৪ পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা ফ্রান্সের

ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবেলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নতুন করে ১৪টি পারমাণবিক চুল্লি নির্মাণের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শিল্প শহর বেলফোর্টে বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের সময় তিনি এই ঘোষণা দেন। 

তিনি বলেন, এখন সময় এসেছে বিকল্প জ্বালানির। ফ্রান্সের বিদ্যুতের চাহিদার ৭০ শতাংশ আসে পারমাণবিক জ্বালানি থেকে। এছাড়া ১৯৭০-এর দশক থেকেই ফরাসি অর্থনীতির মূল চালিকা শক্তি কম মূল্যের পারমাণবিক শক্তি। তবে পুরনো মডেলের চুল্লি প্রতিস্থাপন করে নতুন প্রজন্মের চুল্লি স্থাপন নিয়ে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে। বিলম্ব এবং ব্যয় বৃদ্ধি ঘিরেই এই বিতর্ক।

তিনি জানান, ৬টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করছেন। এরপর আরও ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির সম্ভাব্যতা যাচাই করা হবে।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলেছেন, তাদের পারমাণবিক চুল্লিগুলো নির্ভুলতা এবং পেশাদারিত্বের ক্ষেত্রে তুলনাহীন। আর নতুন চুল্লি নির্মাণ উন্নতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ওপর আত্মবিশ্বাসের প্রতিফলন। পারমাণবিক চুল্লি নির্মাণ ছাড়াও সোলার এবং উপকূলীয় বাতাসের শক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রঁ।

তিনি বলেন, পরবর্তী কয়েক দশকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে পুনর্ব্যবহারযোগ্য এবং পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানো ছাড়া ফ্রান্সের আর কোনো উপায় নেই। ফ্রান্সের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইডিএফ এসব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ করবে। সূত্র : সিএনএন

Comments