Skip to main content

বাস চাপায় পথচারী নিহত

 

বাস চাপায় পথচারী নিহত

 নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বাস চাপায় পথচারী নিহত

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় সুজন মিয়া (২০) নামের এক পথচারী নিহত হয়েছেন। রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শনিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার নামক স্থানে বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। নিহত সুজন মিয়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ী এলাকার হবিবর রহমানের ছেলে।

হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন সুজন মিয়া। এক পর্যায়ে শনিবার রাত আটটার দিকে শেরুয়া বটতলা বাজার এলাকায় মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন তিনি। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী অজ্ঞাত পরিচয়ের একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ার শজিমেক হাসপাতালে স্থান্তাতর করা হয়। আর সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকালে সুজন মিয়া মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Comments