- ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫২
দলে বোঝা হয়ে গেছেন। এমন শব্দও শুনতে হয়েছে তাকে। অপেক্ষায় ছিলেন জ্বলে উঠার। স্বভাবসুলভ ঢঙে না হলেও অন্তত ফিফটির দেখা পেয়েছেন ক্রিস গেইল। তার সাথে তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার ছিলেন আরো দুরন্ত। শেষ দিকে সাকিব ও ব্রাভোর ঝড়ো ইনিংস। সব মিলিয়ে ব্যাট হাতে ফরচুন বরিশাল দুরন্ত।
বিপিএলের ম্যাচে মঙ্গলবার সিলেটের বিরুদ্ধে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করেছে দলটি। জিততে হলে সিলেটের দরকার ২০০ রান।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭২ রান যোগ করেন মুনিম ও গেইল। গেইল শুরুর দিকে নিষ্ক্রিয় থাকলেও মুনিম ছিলেন বেশ দৃঢ়চেতা। ফিফটির পর তাকে সাজঘরে ফেরান সোহাগ গাজী। ২৮ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন মুনিম।
এরপর নুরুল হাসান সোহান (২) দ্রুত বিদায় নিলে সাকিবের সাথে জুটি বাঁধেন গেইল। এই জুটিতে দল চলে যায় ১২২ রান পর্যন্ত। ১৯ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে সাকিব বিদায় নেন আলাউদ্দিন বাবুর বলে।
তৌহিদ হৃদয় ১১ বলে ১০ রান করে ফিরলেও বাকি ওভারগুলোতে ঝড় বইয়ে অপরাজিত থাকেন গেইল ও ব্রাভো। ৪৫ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন গেইল।
শেষের দিকে চিত্তাকর্ষক ইনিংস খেলেন ব্রাভো। ১৩ বলে তিনি অপরাজিত থাকেন ৩৪ রানে। চারটি ছক্কার পাশাপাশি তিনি হাঁকান একটি চার।
Comments
Post a Comment