Skip to main content

শ্রীপুরে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

 

শ্রীপুরে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

শ্রীপুরে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরের শ্রীপুরে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে। শনিবার বিকেলে নিহতের পরিবার থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মো. শফিকুল আলম জয় (২৮) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার হোসেনপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। নিহত জীবন চন্দ্র বিশ্বাস (২৮) ময়মনসিংহের তারাকান্দা থানার শাকেরআঁটি গ্রামের রাজেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, নিরাপত্তা প্রহরীকে হত্যার ঘটনায় একটি অভিযোগ থানায় জমা হয়েছে।অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments