Skip to main content

বিব্রত নন সিইসি

 

বিব্রত নন সিইসি

 নিজস্ব প্রতিবেদক

বিব্রত নন সিইসি

বিগত ৫ বছরের কর্মকাণ্ডে বিদায়ী নির্বাচন কমিশন সব দলকে সন্তুষ্ট করতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এছাড়া বিভিন্ন অভিযোগ এবং রাতের ভোটসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগ উঠলেও কমিশন নিজেকে বিব্রত মনে করছে না বলেও এক প্রশ্নের উত্তরে জানান সিইসি।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন বিগত ৫ বছরের কর্মকাণ্ড নিয়ে। 

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানমকে নিয়ে প্রেসব্রিফিংয়ে উপস্থিত হন সিইসি। তবে এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন না। তিনি আলাদা করে প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে। মাহবুব তালুকদারকে নিয়ে প্রশ্ন করলে সিইসি জানান, ‌‘তিনি ব্রিফিংয়ে হাজির হননি। তিনি যেহেতু এখানে নেই তাই তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না।’

Comments