Skip to main content

প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

 

প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

 অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ব্রাজিলের পালমেইরাসের বিরুদ্ধে ২০২১ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ফুটবল ম্যাচে জয়ের পর চেলসির খেলোয়াড়রা তাদের ট্রফি নিয়ে উদযাপন করছে। ছবি : এএফপির

সেমিফাইনালে জয়ের নায়ক রোমেলু লুকাকু জালের দেখা পেলেন শিরোপা লড়াইয়ের মঞ্চেও। দ্রুত সমতা টেনে লড়াই জমিয়ে তোলে পালমেইরাস। অবশেষে অতিরিক্ত সময়ের শেষ দিকের গোলে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের উৎসবে মাতল চেলসি।

আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে শনিবারের ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। জয়সূচক গোলটি করেন কাই হার্ভাটজ।  

এর আগেও একবার প্রতিযোগিতাটির ফাইনালে খেলেছিল চেলসি। ২০১২ সালের আসরে আরেক ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল ইংলিশ দলটির।

Comments