Skip to main content

শিগগিরই খুলবে সব শিক্ষাপ্রতিষ্ঠান : মন্ত্রী

 

শিগগিরই খুলবে সব শিক্ষাপ্রতিষ্ঠান : মন্ত্রী

প্রতীকী ছবি

দেশে করোনা আক্রান্ত কমে যাওয়ায় খুব শিগগির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটের জন্য সবসময় আলাদা একটা টান কাজ করে। আমরা যেখানেই থাকি না কেন, সিলেট নিয়ে আমাদের মনের মধ্যে একটা টান থাকে। সিলেটে এসে মাজার জিয়ারত করব, এটি আমাদের মনের মধ্যে থাকেই।

দীপু মনি আরও বলেন, সিলেটে এসেছি কয়েকটি বিষয় দেখার জন্য। তার মধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের অগ্রগতি দেখব। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা এসেছি। সেখানে কিছু প্রশাসনিক কাজকর্ম আছে, সেগুলো দেখব। তাদের সমস্যা নিয়ে কথা বলব।

Comments