
মার্কিনদের দ্রুত ইউক্রেন ছাড়ার পরামর্শ বাইডেনের

ইউক্রেন নিয়ে ক্রমশ বাড়ছে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনার পারদ। এবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বক্তব্যে তৈরি হলো নয়া চাঞ্চল্য।
কূটনৈতিক মহলের একাংশের প্রশ্ন, আরও ঘোরালো যুদ্ধের পরিস্থিতি? বাইডেনের কথায়, ‘ইউক্রেনে বসবাসকারী আমেরিকার নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছেড়ে চলে যাওয়া উচিৎ।’ হঠাৎ কেন এ কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট?
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাইডেন এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আমেরিকানদের ইউক্রেন ছেড়ে বেরিয়ে আসা উচিৎ। তিনি যোগ করেন, বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি আমরা। এটা একেবারেই ভিন্ন পরিস্থিতি। যেকোনো মুহূর্তে যেকোনো দিকে যেতে পারে পরিস্থিতি। তাই ইউক্রেনে বসবাসকারী মার্কিনদের সে দেশ ত্যাগ করাই শ্রেয়।
তবে বাইডেন পরিষ্কার করে দিয়েছেন, কোনোভাবেই ইউক্রেনে সেনা পাঠাবে না আমেরিকা। সেটা যদি রাশিয়ার আক্রমণের পর সে দেশে বসবাসকারী আমেরিকানদের উদ্ধারের জন্যও দরকার হয়, তাও নয়। আমেরিকার প্রেসিডেন্টের ব্যাখ্যা, যদি আমেরিকা ও রুশ সেনা একে অপরকে গুলি ছুড়তে শুরু করে, তবে আমরা এক ভিন্ন পৃথিবী দেখব। একে তিনি আর এক বিশ্বযুদ্ধ বলেও মন্তব্য করেন সাক্ষাৎকারে। সূত্র : আনন্দবাজার
Comments
Post a Comment