গলায় ফাঁস লাগিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় ওই শিক্ষার্থীর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী উপজেলার মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কালনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের ইবনে প্রজ্ঞা রাজধানী ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটি মাস্টার্সের (এলএলবি) শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে তিনি বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস নেন। পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর কারণ বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।
Comments
Post a Comment