গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৬ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রবিবার বিকেল ৩ টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা লিপি ও মো. শরীফুর রহমানের আদালতে হাজির করা হয়।
পুলিশ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল নিশ্চিত করেন। গোপালগঞ্জের আদালতে আসামিরা স্বাকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে গণধর্ষণে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। গতকাল শনিবার র্যাব রাতে ওই ৬ আসামিকে গোপালগঞ্জ থানায় সোপর্দ করে।
গত ২৩ ফের্রুয়ারী রাতে গোপালগঞ্জের হেলিপ্যাড থেকে বের হওয়ার সময় ভিকটিমের বন্ধুকে ওই বখাটেরা মারধর ও ভয়ভীতি দেখিয়ে পাশের নির্মাণাধীন জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
Comments
Post a Comment