Skip to main content

এনডিএফ বিডি উদযাপন করবে ফাল্গুন ও ভালোবাসা দিবস

 

এনডিএফ বিডি উদযাপন করবে ফাল্গুন ও ভালোবাসা দিবস

 অনলাইন ডেস্ক

এনডিএফ বিডি উদযাপন করবে ফাল্গুন ও ভালোবাসা দিবস

১৪ই ফেব্রুয়ারি দিনভর নানা আয়োজনে ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপন করবে বাংলাদেশের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)। দিনের শুরুতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ইস্পাহানি মির্জাপুর একুশের চেতনায় ভালবাসা দিবস বিতর্ক ও বসন্ত বরণ -১৪২৮ বঙ্গাব্দ’। আয়োজনে থাকছে উদ্বোধনী আয়োজন বসন্ত আগমনী সঙ্গীত পরিবেশনা বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, বিষয়ঃ বসন্ত এসে গেছে রম্য বিতর্ক, বসন্ত কবিতা আবৃত্তি, সমাপনী ও সাংস্কৃতিক আয়োজন । 

এছাড়া চ্যানেল আই-এ সম্প্রচারিত হবে ভালোবাসার বিতর্ক। এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব-এর সভাপতিত্বে যেখানে অংশ নিয়েছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর কৃতি বিতার্কিক তাহসিন রিয়াজ, তাহমিনা ইসলাম তিথি, উম্মে রুমান, এমপি শুভ্র, শাহরিয়ার রহমান ও নুয়াইর পাপিয়া প্রমুখ । 

দেশ টিভিতে সম্প্রচারিত হবে ভালোবাসা দিবস রম্য বিতর্ক। এনডিএফ বিডি’র চেয়ারম্যান একেএম শোয়েব-এর সভাপতিত্বে  অংশ নিয়েছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর কৃতি বিতার্কিক মাহবুব হাসান রিপন, ইউনুছ ফারাবী, রিপন আলী, সাদিয়া আফরিন মোহনা, নাফিসা তাসনিম বিনতে খলিল ও তামান্না আক্তার প্রমুখ ।

রেডিও পিপলসে সরাসরি প্রচারিত  হবে ভালোবাসা দিবস রম্য বিতর্ক। এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান ও কেন্দ্রীয় সমন্বয়ক মাহবুব হাসান রিপনের সভাপতিত্বে এতে অংশ নিবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর কৃতি বিতার্কিক ডাক্তার কল্যাণ অর্ণব বার, লুভনা আক্তার, রানা সরকার, আরমানি তরফদার, সেজান আহম্মেদ ও সানজিদা আফরোজ রিয়া প্রমুখ ।

Comments