Skip to main content

পরিত্যক্ত অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার

 

পরিত্যক্ত অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার

 গাজীপুর প্রতিনিধি

পরিত্যক্ত অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তবে কঙ্কালটি নারী না পুরুষ চিহ্নিত করা যায়নি।

শুক্রবার দুুপুরে পুকুরের পাশের মাঠে শিশুরা খেলা করছিল। এসময় মাথার খুলি ও হাড়সহ শিশুরা কঙ্কাল দেখতে পায়। পরে স্থানীয় লোকজন জয়দেবপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘের বাজার এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে কঙ্কালটি জয়দেবপুর থানা পুলিশ এসে উদ্ধার করেন। তবে কঙ্কালটির কোনো পরিচয় পাওয়া যায়নি

এ ব্যাপারে জয়দেবপুর থানার এসআই মিরাজ আহমদ ওয়াকিল সাংবাদিকদের জানান, খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা কঙ্কালটির ডিএনএ টেস্ট রিপোর্টের পরে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments