Skip to main content

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের শ্রদ্ধা

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের শ্রদ্ধা

 মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের শ্রদ্ধা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

সকালে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শফিকুল আলমের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার উপ-পরিচালক এনায়েতুল্লাহ একরাম পলাশ শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের হিসাবরক্ষক মো: আরিফুর রহমান মনিরসহ  যুব ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান সকল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে ১৪৪ ধারা ভেঙে পথে নেমেছিলেন নানা বয়সী মানুষ। পুরো বিশ্বে একমাত্র জাতি হিসেবে বাঙালিই ভাষার জন্য আন্দোলন করেছিল এবং আন্দোলনের সফলতাও পেয়েছে। ভাষার জন্য বাঙালির এ আত্মদানের দিনটিকে ১৯৯৯ সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।’

Comments