Skip to main content

জয়পুরহাটে অটোরিকশা চোর চক্রের একজন আটক

 

জয়পুরহাটে অটোরিকশা চোর চক্রের একজন আটক

 জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে অটোরিকশা চোর চক্রের একজন আটক

জয়পুরহাটে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা দুই ঘণ্টার মধ্যে উদ্ধারসহ সবুজ ইসলাম নামে এক চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান। 

আটক সবুজ ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার আব্দুল হামিদের ছেলে।

ওসি আলমগীর জাহান জানান, আটক সবুজ ইসলামসহ এই চোর চক্রের  সদস্যরা জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে আসছিলেন। মঙ্গলবার বিকাল ৪টায়  শহরের পূর্ব বাজার মসজিদ সড়ক থেকে একটি অটোরিকশা চুরি হয়ে যায়। ওসি আরও জানান, ওইদিন সন্ধ্যা ৬টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে চুরি হওয়া অটোরিকশাসহ চোর চক্রের সদস্য সবুজ ইসলাম অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত চুরি হওয়া অটোরিকশাসহ তাকে আটক করা হয়।

Comments