Skip to main content

দেশে পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত একজনের মরদেহ

 

দেশে পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত একজনের মরদেহ

 অনলাইন ডেস্ক

দেশে পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত একজনের মরদেহ

অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাচ্ছেন স্বজনরা (সংগৃহীত ছবি)

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশির মধ্যে ইমরান হাওলাদার নামে একজনের মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। রোমের বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইমরানের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাম্বুলেন্সে তার মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্ক ইমরান মরদেহ গ্রহণ করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত ২৫ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় তীব্র ঠাণ্ডায় ৭ বাংলাদেশ নাগরিক মারা যান। তারা হলেন-মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান, একই গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী।  

নিহত অপর দুইজন হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।

Comments