Skip to main content

ইউক্রেন ইস্যু, পোল্যান্ডে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা

 

ইউক্রেন ইস্যু, পোল্যান্ডে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা

 অনলাইন ডেস্ক

ইউক্রেন ইস্যু, পোল্যান্ডে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা

ইউক্রেন ইস্যু, পোল্যান্ডে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। এমতাবস্থায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকা।

পরিস্থিতি বিবেচনায় আমেরিকার পর আরও ছয় দেশ নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। এগুলো হল- যুক্তরাজ্য, লাটভিয়া, নরওয়ে, ইসরায়েল, জাপান ও এস্তোনিয়া। যত দ্রুত সম্ভব তাদেরকে ইউক্রেন ছাড়তে বলা হয়েছে।

এদিকে, যেকোনও সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তাই পোল্যান্ডে ন্যাটো জোটকে আরও মজবুত করতে অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে আমেরিকা।

শুক্রবার ওয়াশিংটন জানিয়েছে রাশিয়ার আগ্রাসনের কথা মাথায় রেখে আগামী সপ্তাহেই পোল্যান্ডের উদ্দেশে রওনা দেবে তিন হাজার মার্কিন সেনা। 

গত জানুয়ারি মাসেই পোল্যান্ডে সেনা পাঠানোর কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপর থেকেই আমেরিকার অত্যাধুনিক সেনাদল ‘৮২ এয়ারবোর্নি ডিভিশন’কে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

ফেব্রুয়ারির ২ তারিখ পোল্যান্ড ও জার্মানিতে দুই হাজার মার্কিন সেনা মোতায়েন করার কথা জানায় পেন্টাগন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজারে।

মার্কিন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “পূর্ব ইউরোপে ন্যাটো জোটের অন্তর্গত আমাদের মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতে এই সেনা মোতায়েন করা হয়েছে।”

উল্লেখ্য, এই মুহূর্তে ইউরোপে প্রায় ৮০ হাজার মার্কিন সেনা রয়েছে। ইউক্রেন নিয়ে চলা সংঘাতের আবহে সেই সংখ্যা আরও বাড়িয়ে তুলছে আমেরিকা। সূত্র: আল-জাজিরা, রয়টার্সনিউ ইয়র্ক টাইমস

Comments