Skip to main content

ইরানের সেনাঘাঁটিতে আগুন

ইরানের সেনাঘাঁটিতে আগুন

 অনলাইন ডেস্ক

ইরানের সেনাঘাঁটিতে আগুন

ফাইল ছবি


ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র একটি ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির নিরাপত্তা কাউন্সিল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। 

কেরমানশাহ প্রদেশের মাহিদাস্ত অঞ্চলে রিভ্যুলশনারি গার্ডের একটি ঘাঁটিতে সোমবার ভোরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যানবাহন এবং গাড়ির তেল রাখার স্থানে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। তবে আগুন কীভাবে লাগলো স্পর্শকাতর ওই ঘাঁটিতে, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইরান। উল্লেখ্য, আগুন লাগা ঘাঁটিতে গিয়ার অয়েলের মতো বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। 

Comments