Skip to main content

করোনার উচ্চ ঝুঁকিতেও টঙ্গীতে চলছে হোসেন শাহ পাগলার মেলা

 

করোনার উচ্চ ঝুঁকিতেও টঙ্গীতে চলছে হোসেন শাহ পাগলার মেলা

ছবি : প্রতিদিনের সংবাদ

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে (রেড জোনে) রয়েছে গাজীপুর জেলা। পরিস্থিতি বিবেচনায় এই এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কঠোর বিধিনিষেধ আরোপ করে স্থানীয় প্রশাসন। সেই নির্দেশনা উপেক্ষা করে জেলার টঙ্গী বর্ণমালা রেলগেট এলাকায় বসেছে হযরত হোসেন শাহ পাগলা মামার মেলা।

প্রতিদিনই মেলা দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। স্বাস্থ্য বিধি অমান্য করে এমন আয়োজন করোনা সংক্রমণের মাত্রাকে আরো বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। এমতাবস্থায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

জানা যায়, গত কয়েকদিন যাবৎ উদযাপিত হয়ে আসছে হযরত শাহ হোসেন পাগলা মামার ওরশ ও মেলা। স্থানীয়দের মতে, প্রায় ৪৫ বছর ধরেই হযরত হোসেন শাহ পাগলা মামার ওরশ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। রেওয়াজ অনুসারে ইতিমধ্যেই জনসমাগম বাড়ছে মেলাও ওরসকে কেন্দ্র করে।

মেলায় মাটি, বাঁশ, কাঠ ও বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্র, বাচ্চাদের খেলনা, গৃহস্থালী সামগ্রী ও নারীদের কসমেটিক্স, ও হরেক রকমের মিঠামইনের দোকান বসেছে।

সরেজমিনে, বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা যায়, মেলায় স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। মাস্কবিহীন ক্রেতা ও দর্শনার্থীরা মেলায় এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন। তাদের কেউই মানছে না সামাজিক দূরত্ব। বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি মেলায় ঘুরতে এসেছে ছোট ছোট ছেলে মেয়েরাও।

স্থানীয় বাসিন্দা রুমেলা আক্তার বলেন, করোনার মধ্যেও কিভাবে মেলা চলছে তা বুঝি না। স্কুল বন্ধ থাকায় ছেলে মেয়েরা মেলায় চলে যাচ্ছে। এখন কি করো না সংক্রমণ বাড়বে না।

মেলায় ঘুরতে আসা আবির হোসেন নামের এক ব্যক্তি বলেন, প্রতিবছরই হযরত হোসেন শাহ পাগলা মামা মেলায় আসি। ভেবেছিলাম, করোনার মধ্যে এবার মেলা হবে না, কিন্তু মেলা হচ্ছে। এ কারণে ঘুরতে এসেছি।

মেলার আয়োজক কমিটির সদস্য মো.ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে মেলা চলমান থাকার বিষয়টি অস্বীকার করে তিনি জানান, মেলা শুরু হবে শনিবার দিন। মেলা বা ওরশ পরিচালনা করার জন্য সরকারিভাবে তেমন কোনো অনুমতি পাইনি। তবে স্থানীয় সাংসদ মহাদেবের থেকে অনুমতি নিয়ে মেলা ওরশের আয়োজন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) ইলতুৎ মিশ জানান, করোনার হট জোন হিসেবে চিহ্নিত গাজীপুর এখানে জনসমাগম করার মতো কোনো আয়োজন করার সুযোগ নেই। মেলা আয়োজন করা হয়েছে কি না বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Comments