Skip to main content

কালিয়াকৈরে মেম্বার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

 

কালিয়াকৈরে মেম্বার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে মেম্বার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার  শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও টাকা লুটের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে শ্রীফলতলী এলাকায়  এ ঘটনা ঘটে। হামলার শিকার হয়েছেন উপজেলার  শ্রীফলতলী গ্রামের  সিরাজের ছেলে শাহিন হোসেন (৪২)।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী  দুলালের সর্মথকরা প্রার্থী শহিদুল ইসলাম ছোটনের সমর্থক শাহিনকে এলোপাথারি ভাবে  মারতে করে। এসময় শাহিন মাটিতে লুটে পড়ে তার সাথে থাকা নগদ ২৬ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায়  দুই পক্ষের  মধ্য থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে ওই ঘটনায়  ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

মেম্বার প্রার্থী দুলাল হোসেন জানান, আমার লোকজন শাহিনের উপরে হামলা চালায়নি। টাকাও লুট করেনি। 
উপজেলা নির্বাচন অফিসার এএস শামসুজ্জামান জানান, লিখিত কোন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments