Skip to main content

স্বরাষ্ট্রমন্ত্রীকে বোকা বানিয়েছে গোয়েন্দা বাহিনী

 

স্বরাষ্ট্রমন্ত্রীকে বোকা বানিয়েছে গোয়েন্দা বাহিনী

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১ ১২:০০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ০২:৫১ এএম
41Shares
facebook sharing button
advertisement

সরকার হিন্দু-মুসলমান সবার জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে তার গোয়েন্দা বাহিনী বোকা বানিয়েছে। তাকে মিসলিড করা হয়েছে। গতকাল রবিবার চাঁদপুরের হাজীগঞ্জের রান্ধুনীমুড়া

গ্রামে গিয়ে পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পর তিনি এ কথা বলেন। এর আগে তিনি সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আপনি ঘটনাস্থলে আসুন। যারা মারা গেছে, তাদের বাড়িতে যান। প্রত্যেক মসজিদের ইমামদের হুকুম করুন- তারা যেন প্রতি ওয়াক্ত নামাজে বলেন, হিন্দু-মুসলমান ভাই ভাই।’

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান বলেন, আক্রান্ত প্রত্যেকটি মন্দিরকে দেরি না করে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। পুলিশ পাহারা দিয়ে মন্দির-মসজিদ রক্ষা করা যাবে না। এখানে সরকারের ভুল আছে। সরকার যে পাঁচ হাজার কোটি টাকা মাদ্রাসাকে দিয়েছে, সেখান থেকেই এর বীজ উৎপত্তি হচ্ছে। আমরা সবাই মিলে আমাদের ভাইবোনদের রক্ষা করব।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘যখন মৌলভীরা মোদিবিরোধী আন্দোলন করেছিল, তারা যখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করেছিল- এসব ভারতীয় গোয়েন্দা বাহিনী পছন্দ করেনি। আমাদের গোয়েন্দা বাহিনী হচ্ছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর অধঃস্তন কর্মচারী।’

তিনি বলেন, ‘ভারতে তাদের যে বন্ধুরা আছেন তাদের অবস্থা একটু টলমলে হয়ে গেছে। ভারত ভাবছে- কেবল আওয়ামী লীগ না করে অন্যদের সঙ্গেও যোগাযোগ করব কিনা। এ অবস্থায় শেখ হাসিনা মনে করছেন ওদের নিশ্চিত করতে হবে- আমি ছাড়া তাদের কেউ রক্ষা করতে পারবে না।’

তিনি আরও বলেন, যদি এদেশের ২ কোটি ভাইবোন ভালো না থাকতে পারে, তারাও সুস্থ থাকতে পারবে না। তাই আমাদের সবাইকে ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদ করতে হবে। তবে এর কারণে যেন ভারতের মুসলমানরা ক্ষতিগ্রস্ত না হয়। তার জন্য সরকারকে সাহসী হতে হবে। জাতীয় সরকার করে, নিরপেক্ষ ব্যক্তিদের এনে, গণতন্ত্র প্রতিষ্ঠা করে, সুষ্ঠু নির্বাচন করে আমরা সবাই একত্রে থাকতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ আসাদের ছোট ভাই ডা. নুরুজ্জামান, হাবিবুর রহমান রিজু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রচার ও মিডিয়া সমন্বয়ক হাসিবুদ্দিন সোহেল, রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, সদস্য সারোয়ার তুষার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, ভাসানী অনুসারী পরিষদের ছাত্রনেতা ইসমাইল হোসেন সম্রাট প্রমুখ।

Comments