কক্সবাজারের টেকনাফের সাবরাং সিকদার পাড়া বাজার এলাকায় র্যাপিড এ্যাকশন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে শপিং ব্যাগের ভেতর থেকে ৫ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ আব্দুল কাদের প্রকাশ কাদের (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন সাবরাং ইউনিয়নের একই এলাকার মৃত জহির আহম্মদের ছেলে আব্দুল কাদের প্রকাশ কাদের (৩৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক(ল'এন্ড মিডিয়া) অতিঃ পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগটি তল্লাশি করে ৫ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
Comments
Post a Comment