Skip to main content

বরিশালে পুনাক হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন

 

বরিশালে পুনাক হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে পুনাক হস্ত
ও কুটির শিল্প মেলার উদ্বোধন

বরিশালে মাসব্যাপী পুনাক হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে নগরীর বান্দ রোডে বিআইডবি্লউটির মেরিন ওয়ার্কশপ মাঠে মেলার উদ্ধোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সংস্থার (পুনাক) বরিশাল মেট্রেপলিটন শাখার সভানেত্রী আফরোজা পারভীন। 

এ সময় বিএমপি পুনাকের দপ্তর সম্পাদিকা ফারহানা তানজীম, উৎপাদক সম্পাদিকা রোমানা আশরাফ, সাংস্কৃতিক সম্পাদিকা শারমিন আখতার, অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) নাসরিন জাহানসহ পুনাক বিএমপির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

মাসব্যাপী পুনাক মেলায় মোট ১২০ টি ষ্টল রয়েছে। হস্ত ও কুটির শিল্প, পোষাক, প্রসাধনীসহ হরেক পন্য স্থান পেয়েছে এই মেলায়। নারীদের পর্যাপ্ত নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনসহ মেলার সার্বিক কার্যক্রম তদারক করছে মেট্রোপলিটন পুলিশ।

Comments