Skip to main content

Posts

Showing posts from January, 2022

শৈত্যপ্রবাহে কাহিল পঞ্চগড়ের জনজীবন

  শৈত্যপ্রবাহে কাহিল পঞ্চগড়ের জনজীবন  পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে গত দুদিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কে। শনিবার সকাল নয়টায় ৭ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড় ও কুড়িগ্রামের রাজারহাটে যৌথভাবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।  আবহাওয়া অফিসের ভাষায় ৬-৮ এর মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। সকাল ১০টার পর সূর্যের দেখা মিললেও তাপ ছড়াতে পারেনি। মধ্য মাঘের পর তাপমাত্রার পারদ দ্রুত নামছে। বাড়ছে শীতের দাপট। ঘন কুয়াশা আর হাঁড় কাপানো কনকনে শীত এ জনপদের মানুষকে কাবু করে ফেলেছে। হিমালয় থেকে ধেয়ে আসা মাঝারি শৈত্যপ্রবাহের ফলে আবহাওয়ার এমন রুপ দেখা দিয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, আগামী ৩-৪ দিন এখানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ পঞ্চগড়ে। বাতাসের পরিমান বেড়ে যাওয়ার কারনে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদ কমছে। যা এ মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা। এমন আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে। এখন চলছে মাঝারি শৈত্যপ্রবাহ।...

নারীর মস্তক উদ্ধার, আটক ২

নারীর মস্তক উদ্ধার, আটক ২  নিজস্ব প্রতিবেদক, যশোর: খুলনার ফুলতলায় ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া গলা কাটা নারীর মস্তক উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।  র‌্যাব জানিয়েছে, আটক দু’জন স্বীকার করেছে যে, তারাই পরিকল্পিতভাবে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে। পরে মরদেহের মস্তক বিচ্ছিন্ন করে ঘটনাস্থলের পাশের নির্মাণাধীন একটি বাড়ির বাথরুমের বালির মধ্যে পুতে রাখে। আর মরদেহটি ধানক্ষেতের মধ্যে ফেলে রাখে। র‌্যাব-৬ সিপিসি-৩ যশোরের কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, ২৫ জানুয়ারি উত্তরডিহি গ্রামের মুসলিমা খাতুন নামের ওই নারী বেড়ানোর জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মুসলিমার মোবাইলফোন থেকে তার বোনের মোবাইলে মেসেজ পাঠানো হয় যে, মুসলিমাকে অজ্ঞাত স্থানের একটি বাগানে আটকে রাখা হয়েছে। পরদিন মুসলিমার বোন আকলিমা জানতে পারেন উত্তরডিহি মধ্যপাড়ার শেখ মনির মেম্বরের বাড়ির পাশে ধান ক্ষেতে অজ্ঞাত এক নারীর গলা কাটা মরদেহ পড়ে আছে। সেখানে গিয়ে আকলিমা তার বোনকে শনাক্ত করেন। এ ব্যাপারে ফুলতলা থানায় আকলিমা একটি মামলাও করেন।  এরপর ওই নারীর মস্তক ...

পাবিপ্রবি ভিসির বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

    পাবিপ্রবি ভিসির বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ  পাবনা প্রতিনিধি সংবাদ সম্মেলন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে উপাচার্য ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে। ভিসির কথার অবাধ্য হয়ে বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ পরীক্ষায় উপস্থিত হওয়ায় তাকে লাঞ্ছিত করা হয়। ভিসির অনুসারী কর্মচারীরা মারধর করে নিয়োগ বোর্ড থেকে ড. হারুনকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ড. হারুন অর রশিদ উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনেছেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষাকে সাজানো নাটক অভিহিত করে তা বাতিলের দাবিও জানিয়েছেন তিনি। ডা. হারুনুর রশিদ বলেন, পাবিপ্রবির গণিত বিভাগে দুইজন শিক্ষক নিয়োগের জন্য ২৭ জানুয়ারি নিয়োগ পরীক্ষার আয়োজন করে প্রশাসন। নিয়োগ বোর্ডের একজন সদস্য হিসেবে নিয়ম অনুযায়ী তিনি সকালে নিয়োগ বোর্ডে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। এ সময় ভিসির নির্দেশে তাকে কর্মচারীরা লাঞ্ছিত ও মারধর করে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়য়ের ভাইস চ্যান্সেলর অধ্...

বরিশালে ৫ দফা দাবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন

  বরিশালে ৫ দফা দাবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন  নিজস্ব প্রতিবেদক, বরিশাল ছবি- বাংলাদেশ প্রতিদিন। সেশন জট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণসহ ৫ দফা দাবিতে বরিশলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।  আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর সিএন্ডবি রোড শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।  এসময় বক্তব্য রাখেন বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসিব ধ্রুব আহমেদ শাহ মাসুদ ও ওবায়দুল কবির, ৭ম ব্যাচের নেছার রাজন ও তৃনা দেবনাথসহ অন্যান্যরা।  বক্তারা বলেন, সেশন জট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণ, সেমিস্টার ফলাফল প্রকাশের পর নম্বর ফর্দ প্রদান, প্রতি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা ও রিকেট পরীক্ষার ফি সহনীয় মাত্রায় নির্ধারন ও স্বতন্ত্র বোর্ড গঠনসহ ৫ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শাবি ক্যাম্পাসের টিলায় আগুন

  শাবি ক্যাম্পাসের টিলায় আগুন  নিজস্ব প্রতিবেদক, সিলেট সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের টিলাগুলোতে কে বা করা আগুন লাগিয়ে দিয়েছেন। শনিবার এ অগ্নিকাণ্ড ঘটে। এতে টিলায় লাগানো বেশ কিছু গাছের চারা পুড়ে গেছে। তবে বেশি ছড়ানোর আগেই আগুন নিভিয়ে দেওয়া হয়। এ বিষয়ে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়েছে শাবি প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিলাগুলোতে কে বা কারা আগুন দিয়ে গাছের চারা পুড়িয়ে দেয়। একদিকে আগুন নেভানোর পর অন্যদিকে ফের আগুন দেওয়া হয়। আগুন লাগানোর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এভাবে আগুন ধরানোর ফলে বিশ্ববিদ্যালয়ের বনজ সম্পদের ক্ষতি হচ্ছে। তাছাড়া এ ধরনের আগুন থেকে বড় ধরণের অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে এবং তা বিপর্যয়ের কারণ হতে পারে। এবার ক্যাম্পাসে ৩০ হাজার গাছে চারা লাগানো হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বিষয়ে শাবিপ্রবির প্রক্টর ড. আলমগীর কবির বলেন, অনুসন্ধান ছাড়া আসলে কে বা কারা আগুন লাগিয়েছে সেটি বলা যাচ্ছে না। কী পরিমাণ গাছের ক্ষতি হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নিখোঁজ

  মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নিখোঁজ  বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে মাছ ধরতে গিয়ে পশুর নদীতে নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার ভোর রাতে নিখোঁজ হওয়া জেলের সন্ধানে ওই এলাকায় যৌথ অভিযান শুরু করেছে কোস্টগার্ড সদস্যরা।  বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সককারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক জানান, মোংলা উপজেলার হলদিবুনিয়ার প্রামের দাসেরখন্ড এলাকার জেলে পাশপারমিট বিধান হালদার (৫৫) ও কালিকাবাড়ী এলাকার বিপ্রো পোদ্দার (২৩) একটি ডিঙ্গি নৌকায় সুন্দরবনে মাছ ধরে থাকেন। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে সুন্দরবনে পশুর নদীর হাড়বাড়ীয়া এলাকার হঠাৎ তাদের নৌকাটি ছিদ্র হয়ে ডুবে যায়। তখন তারা নৌকায় থাকা বরফ রাখার ককসিট (শোলার বস্ক) ধরে সাঁতরিয়ে বিপ্রো পোদ্দার পাড়ে উঠতে পারলেও বিধান হালদার নিখোঁজ হয়। বিপ্রো কূলে উঠে সুন্দরবনের গাছে আশ্রয় নিয়ে সকালে এলাকায় ফিরে এসে বিধানের নিখোঁজের খবর জানান পরিবারের কাছে। তারা খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানোর পর শনিবার দুপুরে পুলিশ, নৌ পুলিশ সদস্যরা নিখোঁজ জেলের সন্ধানে যৌথ অভিযান চালাচ্ছে।  সুন...

করোনা ভাইরাস-লাইভ আপডেট

      করোনা ভাইরাস - লাইভ আপডেট ৩৭,০১,১৬,০১৮ আক্রান্ত ৫৬,৬৭,১০০ মৃত ২৯,২২,৯৭,১৪৮ সুস্থ # দেশ আক্রান্ত মৃত সুস্থ ১ বাংলাদেশ ১৭,৬২,৭৭১ ২৮,৩০৮ ১৫,৬২,৩৬৯ ২ মার্কিন যুক্তরাষ্ট্র ৭,৫২,০৫,৮৭৮ ৯,০৫,৩৬৭ ৪,৫৭,৮৩,৬৯৯ ৩ ভারত ৪,০৮,৫৪,৮৫১ ৪,৯৩,২১৮ ৩,৮৩,৪৬,৩৬৭ ৪ ব্রাজিল ২,৫০,৪০,১৬১ ৬,২৫,৯৪৮ ২,২১,৬২,৯১৪ ৫ ফ্রান্স ১,৮৪,৭৬,২২৭ ১,৩০,২৭৮ ১,১৬,৮৫,১০৬ ৬ যুক্তরাজ্য ১,৬৩,৩৩,৯৮০ ১,৫৫,৩১৭ ১,৩১,০৯,৬৯৪ ৭ রাশিয়া ১,১৫,০২,৬৫৭ ৩,২৯,৪৪৩ ১,০১,৫৯,১৯৭ ৮ তুরস্ক ১,১৩,৪৩,৬৯৩ ৮৬,৮৭১ ১,০৬,৫২,৯৩০ ৯ ইতালি ১,০৬,৮৩,৯৪৮ ১,৪৫,৫৩৭ ৭৮,৬৯,৫৮৩ ১০ স্পেন ৯৭,৭৯,১৩০ ৯২,৯৬৬ ৫৮,৩৯,৮৫৯ ১১ জার্মানি ৯৫,২৪,১০১ ১,১৮,২৪৪ ৭৪,৯৪,২০০ ১২ আর্জেন্টিনা ৮২,৭১,৬৩৬ ১,২০,৬৫৭ ৭৩,৮৭,৫৫৯ ১৩ ইরান ৬৩,১০,৪৫২ ১,৩২,৩৫৬ ৬০,৯৫,৪১৪ ১৪ কলম্বিয়া ৫৮,৩৭,৪০৮ ১,৩৩,৫৬০ ৫৬,০৪,৯৪৪ ১৫ মেক্সিকো ৪৮,২৮,৪৪৬ ৩,০৪,৮০৩ ৩৮,৯৫,৭০০ ১৬ পোল্যান্ড ৪৭,৫২,৭০০ ১,০৪,৯০৭ ৩৯,০৫,৭৭৬ ১৭ ইন্দোনেশিয়া ৪৩,১৯,১৭৫ ১,৪৪,২৬৮ ৪১,৩১,৩৩৩ ১৮ নেদারল্যান্ডস ৪২,০৫,৬৪৯ ২১,২৬২ ৩০,৮০,০০৮ ১৯ ইউক্রেন ৩৯,৮০,৬১০ ৯৯,৮৮২ ৩৬,০৮,০৯৪ ২০ দক্ষিণ আফ্রিকা ৩৫,৯৮,২৮৮ ৯৪,৭৮৪ ৩৪,৩৬,৩২৬ ২১ ফিলিপাইন ৩৫,১১,৪৯১ ৫৩,৮০১ ৩২,...