Skip to main content

Posts

গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জাহাঙ্গীরের

সারাদেশ গাজীপুর গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জাহাঙ্গীরের জেলা প্রতিনিধি, গাজীপুর ৩১ অক্টোবর ২০২৩, ১৮:৫০ 5k Shares অ+ অ- বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদেরকে আগামীকাল বুধবার (১ নভেম্বর) কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। উদ্ভূত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ের সামনে জেলা ও মহানগরীর ৪৩টি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন জাহাঙ্গীর আলম। চলমান শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলেন। তিনি উপস্থিত সাংবাদিকদের সভার বিষয়টি অবহিত করেন। এ সময় শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা যে আন্দোলন শুরু করেছেন তা ইতোমধ্যে গাজীপুরের বিভিন্ন অঞ্চলের কারখানাগুলোতে ছড়িয়ে পরেছে। গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে মজুরি বোর্ডের কাছে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করেছেন। এ নিয়ে বোর্ডের আলাপ-আলোচনা চলছে। আগামী ১ নভেম্বর মজুরি বোর্ডের ৫ম সভা অনুষ্ঠিত হব...
Recent posts

গাঁজায় আসক্ত ছেলের মুখে মরিচের গুঁড়া দিলেন মা!

  গাঁজায় আসক্ত ছেলের মুখে মরিচের গুঁড়া দিলেন মা!  অনলাইন ডেস্ক ছেলে অষ্টম শ্রেণির পর আর স্কুলে যায়নি। বাড়ি থেকে পালিয়ে দিনের পর দিন থাকতো নিখোঁজ। করতো গাঁজার নেশা। বারবার নিষেধ করেও কোনো কাজ হয়নি। শেষপর্যন্ত ছেলে ঘরে ফিরতেই গাছে পিঠমোড়া করে বাঁধলেন মা। তারপর মুখে ডলে দিলেন মরিচের গুঁড়া।  গত সোমবার (৪ এপ্রিল) ভারতের হায়দরাবাদের গান্ধীনগর এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হয়েছে এর  ভিডিও । তাতে দেখা যায়, গাছে পিঠমোড়া করে বাঁধা অবস্থায় ছেলের মুখে মরিচের গুঁড়া মাখিয়ে দিচ্ছেন মা। ছেলেটি চিৎকার করতে করতে মুখ ঢাকতে গেলে এক আত্মীয় এসে তার হাত টেনে ধরেন। সেখানে আরও লোক থাকলেও কেউই তাকে সাহায্য করতে এগিয়ে যাননি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মায়ের এমন করা উচিত হয়নি। ১৬ বছরের ছেলে নেশার কবলে পড়েছে। তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলাম। এ বিষয়ে বাবা-মায়ের আরও সতর্ক হওয়া উচিত ছিল। সূত্র : আনন্দবাজার।

পশ্চিমবঙ্গের হাসপাতালে বাংলাদেশের সরকারি ওষুধ!

  পশ্চিমবঙ্গের হাসপাতালে বাংলাদেশের সরকারি ওষুধ!  দীপক দেবনাথ, কলকাতা বাংলাদেশে যে ওষুধ ক্রয় ও বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ, সেই ওষুধ দেওয়ার অভিযোগ উঠলো ভারতের পশ্চিমবঙ্গের এক সরকারি হাসপাতালে।  হাসপাতালের বহিঃবিভাগ থেকে রোগীদের এমন ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যটির পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে।  হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, তারাই নাকি দিনের পর দিন, মাসের পর মাস ধরে এভাবেই বাংলাদেশের ওষুধ রোগীদের প্রেসক্রাইব করে দিচ্ছেন। ‘ডক্সিসাইক্লিন’ নামে ওই ক্যাপসুলের পাতার ওপরই লেখা রয়েছে-‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়’। ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি হল বগুড়ার এসেনসিয়াল ড্রাগস কোং লি.। এই ওষুধটি মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসা করতে ব্যবহৃত হয়ে থাকে।  গতকাল মঙ্গলবার বিষয়টি সামনে আসতেই শোরগোল পরে গেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে। কিভাবে বাংলাদেশ সরকারি ওষুধ অন্য রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। তা অবিলম্বে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য ভবন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানা...

নরসিংদীতে জনবহুল স্থানে ব্যাটারি কারখানা, বিষাক্ত সিসার ঝুঁকিতে মানুষ

  নরসিংদীতে জনবহুল স্থানে ব্যাটারি কারখানা, বিষাক্ত সিসার ঝুঁকিতে মানুষ  নিজস্ব প্রতিবেদক এক সময় ছিল টেক্সটাইল মিলস। এখন সেখানে গড়ে তোলা হয়েছে ব্যাটারির কাঁচামাল সিসা উৎপাদনের কারখানা। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ড্রিম হলিডে পার্কের ঠিক উল্টো পাশেই জেনিয়া টেক্সটাইল মিলস লিমিটেডে উৎপাদন হচ্ছে এই সিসা। বিগত দেড় বছর ধরে চীনা নাগরিকরা এ কারখানা পরিচালনা করছেন। কিন্তু সরকারি কোনো দপ্তরের অনুমোদন তাদের নেই। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, কারখানাজুড়ে বসানো হয়েছে সিসার বার তৈরির মেশিন। সেসব মেশিনে উৎপাদিত সিসার বার, কাঁচামাল ও কয়লা কারখানার পুরো শেড জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কয়েকজন শ্রমিক কোনো নিরাপত্তা সামগ্রী ছাড়াই কাজ করছেন বিষাক্ত এ কারখানায়। সংবাদকর্মীরা যেতেই তারা কাজ বন্ধ করে দেন। কারখানায় সংবাদকর্মী প্রবেশের সংবাদে ছুটে আসেন এক চীনা নাগরিক। ইন ওয়েন উই নামে ওই চীনা নাগরিক নিজেকে কারখানার চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। এসময় তার সঙ্গে থাকা দোভাষী আল-আমিন জানান, কারখানাটি এখনও চালু করা হয়নি। ট্রায়াল হিসেবে কিছু সিসা উৎপাদন করা হচ্ছে, যা বিভিন্ন ব্যাটারি কারখানায় কাঁচামাল হিসেবে ব্যব...

করোনা: বিশ্বে একদিনে আক্রান্ত ১২ লক্ষাধিক

  করোনা: বিশ্বে একদিনে আক্রান্ত ১২ লক্ষাধিক  অনলাইন ডেস্ক করোনায় মঙ্গলবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৮ হাজার ৩২৪ জন এবং এ রোগে মারা গেছেন ৩ হাজার ৪৮১ জন। মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। মঙ্গলবারও অন্যান্য দেশের তুলনায় দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯৯৫ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ২০৯ জনের। ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬১ লাখ ৮২ হাজার ৯২৪ জনের।

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, কাজ সেলস বিভাগে

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, কাজ সেলস বিভাগে চাকরি ডেস্ক ফ+ ফ- সিটি ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ন্যাশনাল সেলস-দায় বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম : অফিসার (সেলস)।  পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে ৪ বছরের স্নাতক বা স্নাতকোত্তর পাস। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও এনএফবিআই বিষয়ে জানাশোনা থাকতে হবে। দায় সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। সেলস ও নেগশিয়েশন স্কিল থাকতে হবে। ইন্টারপারসোনাল ও কমিউনিকেশন স্কিল থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে। আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের শেষ তারিখ : ১০ এপ্রিল, ২০২২ বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় করবে কোরিয়ান কোম্পানি

  পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায় করবে কোরিয়ান কোম্পানি   কেএমএ হাসনাত  ||  রাইজিংবিডি.কম ফাইল ছবি আগামী জুনে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতু চালু হওয়ার পর ৫ বছরের জন্য পদ্মা সেতুর টোল আদায়ের দায়িত্ব পাচ্ছে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি)। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ সড়ক অবকাঠামো। এই সেতুকে ঘিরে রয়েছে অনেক স্বপ্ন এবং চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছে।  তবে শেষ পর্যন্ত সব কিছু উপেক্ষা করে সেতুটির ৯৬.৫০ শতাংশ ভৌত কাজ সম্পাদিত হয়েছে। নির্মাণকাজ শেষ হলে সেতুর পরিচালনা, রক্ষাণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার প্রয়োজন হবে। সূত্র জানায়, পদ্মা সেতুর পরিচালনা, রক্ষণাবেক্ষণ  ও টোল আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে দক্ষিণ কোরিয়ার সরকারি প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনকে দায়িত্ব দেওয়ার...